ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগের পথে এগিয়ে গেলো চেলসি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
চ্যাম্পিয়ন্স লিগের পথে এগিয়ে গেলো চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের আশা আগেই শেষ হয়ে গেছে দুই জায়ন্ট চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের। তবে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে লিগে শীর্ষ চারে থাকতে হবে। সেই লক্ষ্য নিয়ে রোববার (২৮ এপ্রিল) রাতে মুখোমুখি হয় এ দুই জায়ান্ট।

ঘরের মাঠ ওল্ডট্রাফোর্ডে ম্যাচে লিড নিতে সময় নেয় নি ম্যানইউ। ১১ মিনিটে লুক শ’য়ের পাস থেকে বল পেয়ে যান হুয়ান মাতা।

ডিক্সের মাঝ থেকে ডান পায়ের শটে বল জালে পাঠান তিনি।

পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে পড়ে চেলসি। ম্যাচের ৪৩ মিনিটে মার্কোস আলোনসোর গোলে সমতায় ফেরে অল ব্লুজরা। ডেভিড লুইজের নেওয়া শট ফিরিয়ে দেন ম্যানইউ গোলরক্ষক ফিরতি বল জালে জড়ান আলোনসো।

বিরতির পর আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচে এগিয়ে গেলেও বলার মতো গোলে সুযোগ তৈরি করতে পারেনি কোন দলই। ফলে ১-১ গোলে ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় দুই জায়ান্টদের।  

এ ড্রয়ের ফলে ৩৬ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে চেলসি। সমান ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে ম্যানইউ।

বাংলাদেশ সময়: ০২৪৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
আরএআর/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।