ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বার্সেলোনার জয়ের দিনে রিয়াল মাদ্রিদের হার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, মে ১৩, ২০১৯
বার্সেলোনার জয়ের দিনে রিয়াল মাদ্রিদের হার

স্প্যানিশ ফুটবল লিগের শিরোপা জয় আগেই নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তবে গত সপ্তাহে লিভারপুলের কাছে বিধ্বস্ত হয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায়ের ক্ষত এখনো ভুলতে পারেনি কাতালানরা। ২৫ মে কোপা ডেল’রে ফুটবলের ফাইনালের আগে দলকে মানসিকভাবে চাঙ্গা রাখতেই গেটাফের বিপক্ষে পূর্ণশক্তির একাদশই মাঠে নামান কোচ আর্নেস্তো ভালভার্দে।

ঘরে মাঠে ন্যু ক্যাম্পে ম্যাচের শুরু থেকেই বল দখল একক আধিপত্য দেখায় বার্সা। তবে প্রথম গোলের দেখা পেতে কালালানদের অপেক্ষা করতে হয় ম্যাচের ৩৯ মিনিট পর্যন্ত।

লিওনেল মেসির ফ্রি কিক থেকে হেড দেন জেরার্ড পিকে, সেই বল ফিরিয়ে দেন গেটাফে গোলরক্ষক। ফিরতি বল ডান পায়ের শটে জালে জড়ান আর্তুরো ভিদাল।

বিরতির পরও আক্রমণের ধারা অব্যাহত রাখে বার্সা। ৫৫ মিনিটে মেসির একটি শট ফিরিয়ে দেন গেটাফের গোলরক্ষক। ৬৫ মিনিটে গোলরক্ষককে ফাঁকি দিয়ে মেসির আরো একটি বুদ্ধিদীপ্ত শট গোললাইন থেকে ফিরিয়ে দেন গেটাফের ডিফেন্ডার।

এরপর গেটাফের রক্ষণভাগে একের পর এক আক্রমণ চলাতে থাকে স্বাগতিকরা। ম্যাচের শেষ দিকে ৮৯ মিনিটে ডিজেনের আত্মঘাতী গোলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভালভার্দের শিষ্যরা। এই জয়ে ৩৭ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৮৬।

অন্যম্যাচে রিয়াল সোসিয়েদাদের কাছে ৩-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৬ মিনিটের মাথায় ডিয়াজের গোলে এগিয়ে যায় গ্যালাকটিকোরা। ২৬ মিনিটে মিকেল মেরিনোর গোলে সমতায় ফেরে সোসিয়েদাদ। তবে ৩৯ মিনিটে রিয়াল মাদ্রিদের ভেলেজো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

বিরতির পর ৫৭ মিনিটে জোসেবা ও ৬৭ মিনিটে বারেনেটাক্সার গোলে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় পায় রিয়াল সোসিয়েদাদ।

বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, মে ১৩, ২০১৯
আরএআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।