ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কোপা আমেরিকার জন্য আর্জেন্টিনার প্রাথমিক দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, মে ১৬, ২০১৯
কোপা আমেরিকার জন্য আর্জেন্টিনার প্রাথমিক দল ঘোষণা কোপা আমেরিকার জন্য আর্জেন্টিনার প্রাথমিক দলে ডাক পেয়েছেন ইকার্দি ও দিবালা- সংগৃহীত

আসন্ন কোপা আমেরিকার জন্য ৩৬ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ৩০ মে ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করবেন তিনি। প্রাথমিক দলে লিওনেল মেসির পাশপাশি আক্রমণভাগের বড় নাম সার্জিও আগুয়েরো, পাওলো দিবালা এবং মাউরো ইকার্দি।

শুরুতে ৩১ জনের প্রাথমিক দল ঘোষণা করা হলেও পরে লিওনার্দো সিগালি, গঞ্জালো পিটি মার্টিনেজ, ম্যানুয়েল মানঝিনি, ইগনাসিও ফের্নান্দেস এবং মেক্সি মেজাকে স্কোয়াডে রাখেন কোচ স্কালোনি।

লাতিন ফুটলের সবচেয়ে বড় আসর কোপা আমেরিকা শুরু হবে ১৪ জুন।

পর্দা নামবে ০৭ জুলাই। এবারের আয়োজক দেশ ব্রাজিল। ২০১৪ বিশ্বকাপেরও আয়োজক হয়েছিল সেলেকাওরা।

১৯১৬ সাল থেকে শুরু হওয়া আসরটিতে সবচেয়ে বেশি শিরোপা জিতেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। গত দুই আসরে ফাইনাল খেলেছে আর্জেন্টিনা। দুইবারই তাদেরকে হারিয়ে শিরোপা উৎসব করেছে চিলি।

আর্জেন্টিনার ৩৬ জনের প্রাথমিক দল:

গোলরক্ষক: এস্তাবেন আন্দ্রাদা (বোকা জুনিয়র্স), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), অগাস্তিন মারচেসিন (ক্লাব আমেরিকা), হুয়ান মুসো (উদিনেস), জেরোনিমো রুয়ি (রিয়াল সোসিয়েদাদ)

রক্ষণভাগ: গ্যাব্রিয়েল মার্কাদো (সেভিয়া), গঞ্জালো মঁতিয়েল(রিভার প্লেট), হুয়ান ফইত (টটেনহাম), রেঞ্জো সারাভিয়া (রেসিং ক্লাব), নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), ওয়াল্টার কানেমান (গ্রেমিও), জার্মান পেজ্জেয়া (ফিওরেন্টিনা), রামিরো ফুনেস মোরি (ভিয়ারিয়াল), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), মার্কোস অ্যাকুনা (স্পোর্টিং সিপি), লিওনার্দো সিগালি (রেসিং ক্লাব)।

মিডফিল্ডার: লিন্দ্রো পেরেদস (পিএসজি), গুইদো রদ্রিগেজ (ক্লাব আমেরিকা), জিওভানি লো সেলসো (রিয়াল বেটিস), রবার্তো পেরেইরা (ওয়াটফোর্ড), রদ্রিগো ডি পল (উদিনেস), এ্যাজেকুইয়েল প্যালাসিওস (রিভার প্লেট), অ্যাঞ্জেল ডি মারিয়া (পিএসজি), মাতিয়াস জারাছো (রেসিং ক্লাব), ইভান মারকোন (বোকা জুনিয়র্স), গঞ্জালো পিটি মার্তিনেজ (আটলান্টা), ম্যানুয়েল লানঝিনি (ওয়েস্ট হাম), ইগনাসিও ফের্নান্দেজ (রিভার প্লেট), ম্যাক্সিমিলিয়ানো মেজা (মনটেরি)।

আক্রমণভাগ: লিওনেল মেসি (বার্সেলোনা), সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), পাওলো দিবালা (জুভেন্টাস), মাউরো ইকার্দি (ইন্টার মিলান), মাতিয়াস সুয়ারেজ (রিভার প্লেট), লওতারো মার্টিনেজ (ইন্টার মিলান), অ্যাঞ্জেল কোরেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ)।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, মে ১৬, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।