ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

স্পেনের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন এনরিকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জুন ২০, ২০১৯
স্পেনের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন এনরিকে স্পেনের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন এনরিকে-ছবি:সংগৃহীত

স্পেনের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ালেন লুইস এনরিকে। এ ব্যাপারটি নিশ্চিত করেছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস। ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দেওয়া এনরিকে গত মার্চের পর থেকে লা রোহাদের সঙ্গে ছিলেন না।

এক বিবৃতিতে রুবিয়ালেস জানান, স্প্যানিশ ফুটবল সবসময় এনরিকেকে সমর্থন দিয়ে এসেছে এবং তার অনুপস্থিত থাকা নিয়েও আমরা কখনো প্রশ্ন তুলিনি। আর তার ব্যক্তিগত কারণে সরে যাওয়াকেও আমরা সম্মান করি।

এনরিকে পরবর্তী তারই সহকারী রবার্ত মোরেনোকে কোচ করা হয়েছে। সর্বশেষ জাতীয় দলের তিনটি ম্যাচে তার অধীনেই জয় পেয়েছে স্পেন।

এর আগে রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোতে বিদায়ের পর স্পেনের দায়িত্ব নেন এনরিকে। তিনি ১১ মাস ২০১০ সালের বিশ্বকাপজয়ীদের সঙ্গে কাজ করেছেন।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, জুন ২০, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।