ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কস্তার লাল কার্ডের বিপরীতে অ্যাতলেটিকোর আপিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
কস্তার লাল কার্ডের বিপরীতে অ্যাতলেটিকোর আপিল দিয়েগো কস্তা

প্রাক-মৌসুমে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লাল কার্ড দেখা দিয়েগো কস্তার জন্য আপিল করেছে তার ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ। নগর প্রতিদ্বন্দ্বীদের ৭-৩ গোলে বিধ্বস্ত করার ম্যাচে কস্তার সঙ্গে বিতাণ্ডায় জড়িয়ে লাল কার্ড দেখেন রিয়ালের দানি কারবাহালও।

ম্যাচের এক পর্যায়ে কস্তা ও কারবাহাল তুমুল লড়াইয়ে লিপ্ত হন। এসময় দু’দলের খেলোয়াড়রাও হাতাহাতি শুরু করেন।

পরে রেফারি ঐ দু’জনকে লাল কার্ড দেখানে। আর এই টুর্নামেন্টের নিয়মঅনুযায়ী একটি লাল কার্ডে এক ম্যাচে নিষিদ্ধ হতে হয়।

এর আগে প্রাক মৌসুমের আরেক ম্যাচে অ্যাতলেটিকোর মার্কোস লরেন্তো মেক্সিকান ক্লাব গুয়াদালাজারার বিপক্ষে লাল কার্ড দেখেন। তবে রিয়ালের বিপক্ষে পরবর্তী ম্যাচে তাকে খেলার অনুমতি দেওয়া হয়।

১০ আগস্ট এই টুর্নামেন্টে জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামবে অ্যাতলেটিকো। যেখানে ইতালিয়ান চ্যাম্পিয়নরা ২০১৮-১৯ চ্যাম্পিয়নস লিগ মৌসুমের নকআউট পর্বে দিয়েগো সিমিওন শিষ্যদের হারিয়েছিল।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।