ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইনজুরিতে এক মাস মাঠের বাইরে এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
ইনজুরিতে এক মাস মাঠের বাইরে এমবাপ্পে ছবি:সংগৃহীত

এমনিতেই নেইমারকে নিয়ে ঝামেলার মধ্যে দিন পার করছে পিএসজি। এবার নতুন করে মৌসুমের শুরুতেই খেলোয়াড়দের ইনজুরির তালিকা লিখতে হচ্ছে প্যারিসের ক্লাবটির। যেখানে দলের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পের চোট কোচ টমাস টুখেলের মাথায় চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে।

পিএসজি সর্বশেষ লিগ ম্যাচে তুলুজের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পায়। তবে এ ম্যাচেই তিন ফুটবলার চোটে পড়েন।

যার মধ্যে অসহ্য যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়েন এমবাপ্পে।

লা পারিসিয়ানের মতে, হাসপাতালে গিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, ২০ বছর বয়সী এমবাপ্পেকে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে। ফলে আন্তর্জাতিক ফুটবলের বিরতি পর্যন্ত তিনি খেলতে পারবেন না।

শুধু ক্লাবই নয়, সেপ্টেম্বরে জাতীয় দল ফ্রান্সের হয়ে এমবাপ্পে মিস করবেন আলবেনিয়া ও আনডোরার বিপক্ষে ইউরো ২০২০ বাছাইপর্বের ম্যাচ। এছাড়া পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে থাকবেন না তিনি।

সেম্যাচ চলাকালীন প্রথমার্ধেই চোট পেয়ে উঠে যান উরুগুয়ের তারকা কাভানি। যেখানে হ্যামিস্ট্রিংয়ের ইনজুরি মাঠ ছাড়তে বাধ্য করে এমবাপ্পেকেও। এছাড়া আব্দুও দিয়ালাও মাথার ইনজুরিতে ভুগছেন।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।