ঢাকা, সোমবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ জুন ২০২৪, ২৫ জিলকদ ১৪৪৫

ফুটবল

অনূর্ধ্ব-১৮ ফুটবলের সেমিতে চট্টগ্রাম আবাহনী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
অনূর্ধ্ব-১৮ ফুটবলের সেমিতে চট্টগ্রাম আবাহনী অনুর্ধ্ব-১৮ চট্টগ্রাম আবাহনী বনাম ঢাকা আবাহনীর ম্যাচের দৃশ্য: ছবি-শোয়েব মিথুন

অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে চট্টগ্রাম আবাহনী লিমিটেড। কোয়ার্টার ফাইনালে ঢাকা আবাহনী লিমিটেডকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে বন্দর নগরীর দলটি। এর আগে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতায় শেষ হয়।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই সমান তালে লড়তে থাকে দু’দল। প্রথমমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবে।

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় উভয় দলই।

ছবি: শোয়েব মিথুন৬৭ মিনিটে পেনাল্টি গোলে ঢাকা আবাহনীকে এগিয়ে দেন নাইমুর রাহা ইমন। পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে চেষ্টা চালায় চট্টগ্রাম আবাহনী। শেষ দিকে ৮৬ মিনিটে রাসেল উদ্দিনের গোলে সমতায় ফেরে বন্দরন গরীর দলটি।

ছবি: শোয়েব মিথুননির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতা থাকলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানের সমতায় শেষ হলে ম্যাচের ফলাফল নির্ধরণে টাইব্রেকারের সাহায্য নিতে হয়। অবশেষে টাইব্রেকারে ঢাকা আবাহনীকে ৫-৪ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে চট্টগ্রাম আবাহনী।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।