ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার উঠলো ক্লপের হাতে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার উঠলো ক্লপের হাতে

ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা এবং টটেনহামের মাউরিসিও পচেত্তিনোকে হারিয়ে ২০১৯ ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন লিভারপুলের ইয়ুর্গেন ক্লপ। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে ইতালির মিলান শহরের অপেরা হাউস লা স্কালায় বসে ২০১৯ দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান। এবারের জাঁকালো আসরের উপস্থাপনার দায়িত্বে ছিলেন কিংবদন্তি ডাচ ফুটবলার রুদ গুলিত এবং ইতালির টেলিভিশন ব্যক্তিত্ব দি আমিকো।

বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ক্লপ, গার্দিওলা এবং পচেত্তিনো। গত মৌসুমে দুর্দান্ত সময় কাটিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের এই তিন কোচ। ২০১৮-১৯ মৌসুমে গার্দিওলা সিটিজেনদের এনে দিয়েছেন টানা দ্বিতীয় প্রিমিয়ার লিগ। পচেত্তিনোর অধীনে ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছে স্পার্সরা।  

অন্যদিকে ক্লপের অধীনে ২০০৫ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে লিভারপুল। এছাড়াও প্রিমিয়ার লিগে দ্বিতীয় হয়েছে অল রেডসরা।  শিরোপাজয়ী ম্যানসিটির সঙ্গে তাদের ব্যবধান ছিল মাত্র এক পয়েন্টের। কেবল তাই নয়, চেলসিকে হারিয়ে সুপার কাপের শিরোপাও ঘরে তুলে ভার্জিল ফন ডাইক-মোহাম্মদ সালাহরা। যার কারণে ফিফার অন্তর্ভূক্ত দেশগুলোর জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও কোচের ভোট পড়েছে জার্মান কোচ ক্লপের বাক্সে।  

গত বছর ফ্রান্সকে বিশ্বকাপ এনে দিয়ে ফিফার বর্ষসেরা কোচ হয়েছিলেন দিদিয়ের দেশম। লিভারপুলকে গত মৌসুমে দু’টি প্রধান শিরোপা এনে দিয়ে এবার বর্ষসেরা কোচের পুরস্কার জিতলেন ৫২ বছর বয়সী ক্লপ।  

বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।