ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত .

রাঙামাটি: রাঙামাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক বিভাগে রাঙামাটি পৌরসভা এবং বালিকা বিভাগে কাউখালী উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। 

বৃহস্পতিবার (২৬সেপ্টেম্বর) বিকেলে চিংহ্লামং মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বালক বিভাগে রাঙামাটি পৌরসভা ১-০ গোলের ব্যবধানে জয়ী হয়েছে।

অপরদিকে বালিকা বিভাগে কাউখালী উপজেলা ৩-০ গোলের ব্যবধানে জুরাছড়ি উপজেলাকে পরাজিত করতে সক্ষম হয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক দীপক চক্রবর্তী।

জেলা প্রশাসক (ডিসি) একেএম মামুনুর রশীদ-এর সভাপতিত্বে এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ, রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দীন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজমসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

আগত অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। এবারের টুর্নামেন্টে জেলার বালক-বালিকা বিভাগ মিলে মোট ২২টি দল অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।