ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বার্সার অনেকে চায় না নেইমার ফিরে আসুক: মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
বার্সার অনেকে চায় না নেইমার ফিরে আসুক: মেসি ছবি:সংগৃহীত

সর্বশেষ ইউরোপিয়ান ট্রান্সফার উইন্ডোতে নেইমারকে নিয়ে কি নাটকটাই না হলো। গুঞ্জন ছিল ফের বার্সেলোনায় নাম খেলাবেন তিনি। কিন্তু কয়েকদফা আলোচনার পরও সেই পিএসজিতেই থাকতে হয় ব্রাজিলিয়ান তারকাকে। পরে অবশ্য এ নিয়ে লিওনেল মেসি জানিয়েছিলেন, ক্লাবের সদিচ্ছা না থাকায় নেইমার আসতে পারেনি।

এবার নেইমারের বার্সায় না ফেরা নিয়ে মেসি আবারও মুখ খুললেন। নতুন করে জানালেন ক্লাবেরই অনেকে চায় না সে ফিরুক।

রেডিও মেট্রোতে এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘নেইমারের সঙ্গে আমাদের প্রচুর কথা হয়। আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে লুইস সুয়ারেজও আছে। ’

‘তার এখানে ফেরাটা বেশ কঠিনই। সে যেভাবে বার্সা ছেড়েছে। ক্লাবের অনেক মেম্বার ও কিছু মানুষই চায় না সে ফিরে আসুক। ’

এদিকে কিছুদিন আগে মেসি বলেছিলেন তিনি আজীবন বার্সার হয়েই খেলবেন। পরে গুঞ্জন ওঠে আন্দ্রেস ইনিয়েস্তার মতো তিনিও কাতালানদের সঙ্গে আজীবনের চুক্তি করবেন। কিন্তু নতুন করে এমন সম্ভাবনা উড়িয়ে দিলেন আর্জেন্টাইন অধিনায়ক, ‘আমি এমন কোনো চুক্তি চাই না যেটি আমাকে বেঁধে রাখবে। আমি খুশি না থাকলে এখানে থাকতে চাই না। আমি আমার লক্ষ্যের জন্য প্রতিযোগিতা, পারর্ফম ও লড়াই করতে চাই। শুধু আমার চুক্তির জন্য এখানে থাকতে চাই না। ’

‘এই ব্যাপারটিই আমি পছন্দ করি না ( বার্সার খেলোয়াড় ধরে রাখার চিন্তা)। তবে এখানে (বার্সেলোনা), আমি সারাজীবন থাকতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।