ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মহারণের জন্য প্রস্তুত মোহনবাগান-তেরেঙ্গানু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
মহারণের জন্য প্রস্তুত মোহনবাগান-তেরেঙ্গানু 

শুরুটা মোটেও ভাল হয়নি মোহনবাগান ক্লাব কাপের। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ‘এ’ গ্রুপে প্রথম ম্যাচ খেলতে নেমেই লাওসের ইয়ং এলিফেন্টসের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে যায় কলকাতার ঐতিহ্যবাহী ক্লাবটি। তবে শেষ দুই ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন মালদ্বীপের টিসি স্পোর্টসের বিপক্ষে ২-০ এবং স্বাগতিক চট্টগ্রাম আবাহনী লিমিটেডের ২-১ ব্যবধানে জিতে তারা। শেষ পর্যন্ত ভাগ্যের বদৌলতে গোল ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে মোহনবাগান। অন্যদিকে সমান ৬ পয়েন্ট নিয়ে ঘরে ফিরে যায় ইয়ং এলিফেন্টস।

বড় বাঁচা বেঁচে যাওয়া মোহনবাগানের লড়াই এবার ফাইনালে ওঠার। শেষ চারে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মালেয়শিয়ার তেরেঙ্গানু এফসি’কে।

আসরে ধীরে ধীরে নিজেদের ফিরে পাওয়া মোহনবাগানের লক্ষ্য ফাইনালে খেলার। মঙ্গলবার (২৯ অক্টোবর) টুর্নামেন্টের একমাত্র ভেন্যু চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে মহারণের নামার আগে দেখা গেলো আত্মবিশ্বাসী কিবু ভিকুনাকে। মোহনবাগান কোচ বলেন, ‘আমাদের লক্ষ্য ফাইনালে খেলা। আমরা প্রস্তুত। আমাদের আরো একটা দিন সময় আছে। সেমিফাইনালকে সামনে রেখে আজ আমরা অনুশীলন করেছি। মঙ্গলবারের ম্যাচ খেলে আমরা ফাইনালে যেতে চাই।

তিনি আরো বলেন,‘তারা ভাল দল। তাদের তিনটা ম্যাচ দেখেছেন। তারা খুব ভাল ফুটবল খেলে। তাদের ভাল খেলোয়াড় আছে মাঝমাঠে এবং আক্রমণভাগে। কৌশলগতভাবে তারা শক্তিশালী দল। তবে আমাদের সুযোগ আছে। আমরাও দল হিসেবে দিনদিন উন্নতি করেছি। আশা করি, ভাল একটা ম্যাচ হবে। ’

কোচ কিভুনার প্রতিধ্বনিই ছিল মোহনবাগানের অধিনায়ক দেবজিৎ মজুমদারের কণ্ঠে। গোলপোস্টের নিচে অসাধারণ সেভের জন্য যিনি ইতোমধ্যে মোহনবাগান সমর্থকদের কাছে পরিচিতি পেয়েছেন ‘সেভজিৎ’ নামে। ফাইনালে খেলার ইচ্ছে জানিয়ে দেবজিৎ বলেন, ‘আমরা সেমিফাইনালে ওঠেছি। সেমিতে ভাল একটা রেজাল্ট করে ফাইনালে ওঠতে চাই। এটাই আমাদের প্রধান লক্ষ্য। কোচ যেভাবে বলবে আমরা সেভাবেই ভাল পারফর্ম্যান্স করে ফাইনালে যেতে চাই। ওরা খুব ভাল দল। দুটো জিতেছে এবং একটি ড্র করেছে। আশা করি, সেমিতে ভাল একটা লড়াই হবে। যারা ভাল খেলবে তারাই জিতবে। ’

সেমির জন্য নিজেকে আলাদাভাবে প্রস্তুত করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে দেবজিৎ বলেন, ‘সব ম্যাচ সমান। সব ম্যাচ আমার কাছে নতুন। প্রতিপক্ষ কে তা নিয়ে আমরা ভাবছি না। কোচ যেভাবে বলবে আমরা সেভাবে খেলবো এবং আমরা নিজেদের খেলাটা খেলবো। ওদের ভাল স্ট্রাইকার আছে এবং আমাদেরও ভাল ডিফেন্স আছে। ওরাও লড়াই করবে, আমরাও লড়াই করবো। এদিন যারা ভাল খেলবে তারাই জিতবে। আমরা চাইবো, ফাইনালে ওঠতে। ’

অন্যদিকে এবারের শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের তৃতীয় আসরের সবচেয়ে দুর্ধর্ষ দল তেরেঙ্গানু। ‘বি’ গ্রুপে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষ হয়ে শেষ চারের টিকেট কেটেছে তারা। দুই জয়ের পাশাপাশি একটি ড্র করেছে মালেয়শিয়ার ক্লাবটি। তার মধ্যে প্রথম ম্যাচে মাঠে নেমেই তেরেঙ্গানু ৫-৩ ব্যবধানে গুঁড়িয়ে দেয় ভারতের আই লিগ চ্যাম্পিয়ন চেন্নাই সিটিকে। পরের ম্যাচে তারা গোলশূন্য ড্র করে ভারতের আরেক ক্লাব গোকুলাম কেরালার বিপক্ষে। শেষ ম্যাচে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট বসুন্ধরা কিংসের স্বপ্ন কেড়ে নেয় ৪-২ গোলের জয় নিয়ে।

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের এবারের আসরে দু’টি হ্যাটট্রিক হয়েছে। দু’টিই এসেছে তেরেঙ্গানুর খেলোয়াড়দের কাছ থেকে। চেন্নাই সিটির বিপক্ষে একাই চার গোল করেন তাদের ফরোয়ার্ড ব্রুনো সুজুকি। এখন পযর্ন্ত চার গোল নিয়ে ‍টুর্নামেন্টের শীর্ষ গোলদাতাও এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আরেকটি হ্যাটট্রিক এসেছে তেরেঙ্গানু অধিনায়ক লি অ্যান্ড্রু টাকের পা থেকে। বসুন্ধরা কিংসের বিপক্ষে এই হ্যাটট্রিক করেন এক সময় আবাহনী লিমিটেডে খেলে যাওয়া এই ইংলিশ মিডফিল্ডার।

টুর্নামেন্টের এতদূর এসে ফাইনাল খেলতে চাওয়াই স্বাভাবিক। শেষ চারে জিতে সেই কাজটিই করতে চান তেরেঙ্গানু কোচ মোহাম্মদ বিন মোহাম্মদ ফোদজি, ‘আমার প্রধান লক্ষ্য, নিঃসন্দেহে এই টুর্নামেন্টে প্রথমবারের মতো ফাইনাল খেলা। গত তিন ম্যাচে আমরা দুই জয় ও একটিতে ড্র করেছি। তবে সেমিফাইনালে মোহনবাগানের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য সহজ হবে না। তাই আমরা নিজেদের সেরাটা দেবো। তবে আমি বিশ্বাস করি, আমরা ফাইনালে যেতে পারবো। ’

প্রতিপক্ষকে সমীহ করলেও নিজেদের খেলাটা খেলে জয় তুলে নিয়ে ফাইনারে যেতে চান লি টাকও, ‘মোহনবাগান খুব অভিজ্ঞতাসম্পন্ন দল। তবে আমাদের মূল ফোকাসটা থাকবে নিজেদের খেলার দিকে। গত ম্যাচে আমরা নিজেদের খেলায় উন্নতি করেছি। এবারও আমরা ক্রিয়েটিভ ফুটবল খেলবো। যেভাবে আমরা এই টুর্নামেন্টে খেলেছি তাতে আমি আত্মবিশ্বাসী ফাইনালে যাওয়ার ব্যাপারে। আমরা কোনো চাপ নিচ্ছি না। টুর্নামেন্ট উপভোগ করছি আমরা। এভাবে আমরা সেমিফাইনালে উঠেছি এবং ফাইনালে যেতে চাই। ’

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
ইউবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।