ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ওমানের সঙ্গে লড়াই করে হারলো বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
ওমানের সঙ্গে লড়াই করে হারলো বাংলাদেশ ওমানের সঙ্গে লড়াই করে হারলো বাংলাদেশ

কাতার বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে নিজেদের চতুর্থ ম্যাচে পরাজয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। শক্তিশালী ওমানের কাছে ৪-১ গোলে হেরে গেছে জামাল ভূঁইয়ার দল।

সুলতান কাবোস স্পোর্ট কমপ্লেক্স স্টেডিয়ামে ওমানের বিপক্ষে প্রথম থেকেই রক্ষণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। নিজেদের রক্ষণভাগ সামলাতেই ব্যস্ত থাকতে হয়।

তবে, ১০ মিনিটে জামাল ভূঁইয়ার শট ওমানের গোলরক্ষক ফিরিয়ে দেন। প্রথমার্ধের বাকিটা সময় বাংলাদেশের রক্ষণভাগ বেশ ভালোভাবেই ওমানের আক্রমণকে প্রতিহত করেন। ফলে প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম করে লাল সবুজের দলটি। ৪৮ মিনিটে ওমানের মহসীন খালদির বামপায়ের শটে গোলরক্ষক আশরাফুল রানাকে পরাস্ত করেন। ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

এরপর অবশ্য বাংলাদেশের রক্ষণ ভাঙতে সমস্যা হয়নি ওমানের। ৬৮ মিনিটে ব্যবধান বাড়ায় তারা। আল-আলাউই’র গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ওমান।

৭৮ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় স্বাগতিক দল। আরশাদ আল আলাউই’র গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ওমান। এরপর অবশ্য শক্তিশালী ওমানের বিপক্ষে সাফল্যের দেখা বাংলাদেশ। ৮১ মিনিটে মিডফিল্ডার বিপলু আহমেদের অসাধারণ গোলে ব্যবধান দাঁড়ায় ৩-১ গোলের।

খেলার শেষদিকে ইনজুরি সময়ে আরও একটি গোল হজম করতে হয় বাংলাদেশকে। আরমান সাইদ গোল করলে শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় পায় ওমান।

বাংলাদেশ সময়: ২৩১৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
আরএআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।