ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জয়ে শুরু শেখ রাসেলের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
জয়ে শুরু শেখ রাসেলের ছবি: শোয়েব মিথুন

উত্তর বারিধারাকে হারিয়ে ফেডারেশন কাপ শুরু করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ‘ডি’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে জিতেছে শেখ রাসেল।

শুক্রবার (২০ ডিসেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাঠে নামে প্রতিযোগিতার ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়ন শেখ রাসেল এবং উত্তর বারিধারা। প্রথমার্ধের গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ সাইফুল বারী টিটুর শেখ রাসেল।

ছবি: শোয়েব মিথুনম্যাচের ১০ম মিনিটে শেখ রাসেলের বিদেশি তারকা আজিজভ আলিশেরের হেড রুখে দিয়ে বেঁচে যায় উত্তর বারিধারা। ১৭তম মিনিটে লিড নেয় শেখ রাসেল। দলের নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওডোইন গোল করলে ১-০ গোলের লিড নেয় নীল জার্সিধারিরা।  গত প্রিমিয়ার লিগে ২২ গোল করেছিলেন রাফায়েল।  

ম্যাচের বাকি সময়ে আরও বেশ কিছু সুযোগ তৈরি হলেও স্কোর বাড়াতে পারেনি শেখ রাসেল। তবে, পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে সাবেক চ্যাম্পিয়নরা।
ছবি: শোয়েব মিথুন
চার দলের গ্রুপ বলে এই ম্যাচ জিতেও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়নি শেখ রাসেলের।  বাকি দুই ম্যাচের একটি জিতলেই শেষ আটের টিকিট পেয়ে যাবে তারা। গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ মোহামেডান এবং মুক্তিযোদ্ধা।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।