ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ফুটবল

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকায় আসছেন ম্যারাডোনা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকায় আসছেন ম্যারাডোনা দিয়েগো ম্যারাডোনা-ছবি: সংগৃহীত

২০২০ সালে সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে দেশের ক্রীড়াঙ্গনে থাকছে ব্যাপক আয়োজন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) এক্ষেত্রে পিছিয়ে থাকছে না। বাফুফের পক্ষ থেকে এরইমধ্যে কিংবদন্তি আর্জেন্টাইন ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনাকে আনার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কবে নাগাদ বিশ্বকাপজয়ী ম্যারাডোনা ঢাকায় পা রাখবেন তা নিশ্চিত করেননি তিনি।

তাছাড়া তিনি বাংলাদেশে এসে কোন কোন কর্মসূচীতে অংশ নেবেন সেটাও জানানো হয়নি।

ম্যারাডোনার ঢাকা সফরের ব্যাপারে বাফুফে সভাপতি জানিয়েছেন, ‘এ সফরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাবেন ম্যারাডোনা। ’

এর আগেও ম্যারাডোনাকে আনার চেষ্টা করেছিল বাফুফে। তবে সেবার কলকাতা সফর করলেও বাংলাদেশে আসেননি ১৯৮৬ বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের অধিনায়ক। তবে ২০১১ সালে তার স্বদেশী ফুটবল তারকা এবং বর্তমান অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে নাইজেরিয়ার বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এক প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।