ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কাতালান ডার্বি: যেখানে মেসি একাই একশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২০
কাতালান ডার্বি: যেখানে মেসি একাই একশ লিওনেল মেসি-ছবি: সংগৃহীত

শীতকালীন বিরতি শেষে ফের লা লিগার লড়াইয়ে নামছে বার্সেলোনা। শনিবার (৪ জানুয়ারি) রাতের ম্যাচে কাতালান জায়ান্টদের প্রতিপক্ষ আরেক কাতালান ক্লাব এস্পানিওল। দুই দলের লড়াইয়ের ফলাফল আগে থেকেই অনুমান করা যায়। কারণ, বার্সেলোনাতে আছেন লিওনেল মেসি। কারণ এসপানিওলের বিপক্ষে আর্জেন্টাইন ফুটবল জাদুকর যে একাই একশ।

লা লিগার পয়েন্ট তালিকার একদম নিচে আছে এস্পানিওল। পরিসংখ্যান দেখলেই এই অবস্থানের কারণটা স্পষ্ট হয়ে যায়।

চলতি মৌসুমে লস পেরিকুইতোসরা সবচেয়ে কম গোল করার পাশাপাশি সবচেয়ে বেশি গোল হজম করেছে।

এস্পানিওলের জন্য অবশ্য পরিসংখ্যানের চেয়েও বড় ভয় মেসিকে নিয়ে। কারণ বার্সা অধিনায়ক একাই এই মৌসুমে পুরো এস্পানিওলের মোট গোলের চেয়ে বেশি গোল করেছেন। চলতি মৌসুমে পিচিচি ট্রফি জেতার সম্ভাবনাও সবচেয়ে বেশি তার।

এদিকে বার্সাকে মোকাবিলা করার মতো শক্ত ডিফেন্স নেই এস্পানিওলের। আর দলটির আক্রমণভাগও দুর্বল। এর প্রমাণ, চলতি মৌসুমে দলটির ৮জন ভিন্ন ভিন্ন খেলোয়াড় গোল করেছেন। অর্থাৎ দলটিতে নির্দিষ্ট গোলদাতার বড্ড অভাব।

এটা অনেকটাই পরিষ্কার যে, এস্পানিওলের নতুন বস আবেলার্দো ফার্নান্দেজের হাতে মেসিকে থামানোর তেমন কোনো উপায় নেই। কারণ মেসি এমন একজন খেলোয়াড় যিনি কিনা এস্পানিওলের বিপক্ষে ৩৩ ম্যাচ খেলে ২৫ গোল করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।