ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ব্রাজিলিয়ান তরুণ রেইনিয়েরকে কিনে নিল রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
ব্রাজিলিয়ান তরুণ রেইনিয়েরকে কিনে নিল রিয়াল ব্রাজিলিয়ান তরুণ রেইনিয়েরকে কিনে নিল রিয়াল

ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গা থেকে রেইনিয়ের জেসাসকে কিনে নিল রিয়াল মাদ্রিদ। রিয়াল ও ফ্লামেঙ্গো দু’দলই সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত এই তরুণ গ্যালাকটিকোদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

রেইনিয়ের ব্যাপারে সম্প্রতি বেশ আলোচনা হচ্ছিল। বলা হচ্ছে ব্রাজিল ফুটবলের ভবিষ্যৎ প্রতিভা তিনি।

আর প্লে-মেকার হিসেবে খেলা এই তারকাকে কিনতে ৩০ মিলিয়ন ইউরো কিছু বেশি খরচ করতে হয়েছে স্প্যনিশ জায়ান্টদের।

রিয়াল রেইনিয়েরকে দলে ভেড়ালেও প্রতিযোগিতা করতে হয়ে ইউরোপের দামি ক্লাবগুলোর বিপক্ষে। তাকে কিনতে বার্সেলোনা, অ্যাতলেটিকো মাদ্রিদ, প্যারিস সেন্ট জার্মেই ও ম্যানচেস্টার সিটির মতো জায়ান্টরা বসেছিল। তবে ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো গোসের পর এমন ব্রাজিলিয়ান প্রতিভাকে কিনতে একটুও দেরি করেনি রিয়াল।

গত ১৯ জানুয়ারি মাত্র ১৮-তে পা দেওয়া রেইনিয়ের অ্যাটাকিং মিডফিল্ডার হলেও দ্বিতীয় স্ট্রাইকার বা স্ট্রাইকারের পেছনে ৪-৪-২ ফরম্যাটে খেলতে পারেন।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।