ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসি-ফাতি যুগলবন্দিতে বার্সার জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২০
মেসি-ফাতি যুগলবন্দিতে বার্সার জয় ছবি: সংগৃহীত

লুইস সুয়ারেসের ইনজুরির সুবাদে পাওয়া সুযোগ দারুণভাবে কাজে লাগালেন আনসু ফাতি। এই ‘ওয়ান্ডার কিড’র জোড়া গোলেই লেভান্তের বিপক্ষে ২-১ গোলের জয় পেল বার্সেলোনা। অন্যদিকে আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি নিজে গোল না পেলেও ফাতির দুটি গোলই এসেছে তার অ্যাসিস্ট থেকে।

লা লিগার ম্যাচে ঘরের মাঠে ক্যাম্প ন্যূয়ে রোববার (২ ফেব্রুয়ারি) দিনগত রাতে আগের ম্যাচের (লেগানেস ম্যাচ) একাদশের ১০ জনের উপর ভরসা রাখেন বার্সা কোচ কিকে সেতিয়েন। শুধু চোটে আক্রান্ত আর্তুরো ভিদালের জায়গায় নামেন ইভান রাকিতিচ।

ম্যাচের শুরু থেকে লেভান্তের রক্ষণ ব্যতিব্যস্ত করে রাখেন মেসি-ফাতি-গ্রিজম্যানরা। বেশকিছু প্রচেষ্টা শুরুতে ব্যর্থ হওয়ার পর ৩০তম মিনিটে মেসিরই বানিয়ে দেওয়া বলেই গোল করেন ফাতি। ঠিক এক মিনিট পরেই ফের মেসির অ্যাসিস্ট আর ফাতির দ্বিতীয় গোলে প্রথমার্ধেই ম্যাচ নিজেদের দখলে নিয়ে নেয় বার্সা।  

৩৬তম মিনিটে নেলসন সেমেদোর শট বারে লেগে বাইরে বেরিয়ে যায়। মেসিরই বানিয়ে দেওয়া বলে বাঁ পায়ের শট নিয়েছিলেন সেমেদো। কিন্তু কপাল মন্দ, হলো না। এরপর সেমেদোর বানিয়ে দেওয়া দারুণ এক সুযোগ নষ্ট করেন আঁতোয়া গ্রিজম্যান।

দ্বিতীয়ার্ধে মেসির গোল মিসের সঙ্গে যুক্ত হয় ৬৫তম মিনিটে জেরার্ড পিকে আর জর্দি আলবার হলুদ কার্ড। সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করে লেভান্তে। কাঙ্ক্ষিত গোলও পায় সফরকারীরা। কিন্তু রুবেন রচিনার গোলটি আসে বড্ড দেরিতে। ততক্ষণে যোগ করা সময়ও শেষের পথে।  

এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান তিনে নামিয়ে আনল বার্সেলোনা। ২২ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৪৯। সমান ম্যাচে বার্সার পয়েন্ট ৪৬। আর এই হারে ১৩তম স্থানে থাকা লেভান্তের পয়েন্ট হলো ২৬।

বাংলাদেশ সময়: ০৪২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।