ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অ্যাসিস্টের রেকর্ড হ্যাটট্রিক করলেন মেসি 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
অ্যাসিস্টের রেকর্ড হ্যাটট্রিক করলেন মেসি  মেসি

প্রথমার্ধে দুই দু'বার পিছিয়ে পড়েও রিয়াল বেতিসকে ৩-২ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। কাতালানদের রোমাঞ্চকর জয়ের ম্যাচে আরেকবার অধিনায়কসুলভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন লিওনেল মেসি।

নিজে গোল না পেলেও অ্যাসিস্টের হ্যাটট্রিক করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ফ্রাঙ্কি ডি ইয়ং, সার্জিও বুসকেতস ও ক্লেমেন্ট লংলের জয়সূচক তিন গোলই অ্যাসিস্ট করেছেন মেসি।

ক্যারিয়ারে বহুবার হ্যাটট্রিক গোল করেছেন বার্সা অধিনায়ক। তবে এবার ক্যারিয়ারে চতুর্থবারের মতো অ্যাসিস্টের রেকর্ড হ্যাটট্রিক করলেন মেসি। বার্সা জার্সিতে ২০১৪ সালে কোপা দেল রে’তে লেভান্তের বিপক্ষে প্রথম এ কাজ করেছিলেন মেসি। এরপর ২০১৬ সালে লা লিগায় গেতাফের বিপক্ষে অ্যাসিস্টের হ্যাটট্রিক করেন তিনি।

জাতীয় দলের জার্সিতে ২০১৫ সালে কোপা আমেরিকায় প্যারাগুয়ের বিপক্ষ ৬-১ ব্যবধানে জয়ের ম্যাচে সতীর্থদের দিয়ে তিন গোল করিয়েছিলেন মেসি।

লা লিগায় রেকর্ড ষষ্ঠ ব্যালন ডি’অর জয়ী ফরোয়ার্ডের পরে কেবল দুইজন তারকা হ্যাটট্রিক অ্যাসিস্ট করেছেন। একজন হচ্ছেন সেভিয়ার পাবলো সারাবিয়া এবং অন্যজন মেসির বার্সা সতীর্থ লুইস সুয়ারেজ।

চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ লিগের মধ্যে গোল সংখ্যাতেও মেসির ওপরে নেই কেউ। এখন পযর্ন্ত ১৪ গোল ও ১১টি অ্যাসিস্ট করেছেন তিনি। ১২ গোল ও ১৩ অ্যাসিস্ট করেছেন বুন্দেসলিগার ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড তারকা জাডোন সানচো।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।