ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চলে গেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক নায়ক গ্রেগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
চলে গেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক নায়ক গ্রেগ নিজের কুুকুরের সঙ্গে হ্যারি গ্রেগ: ছবি-সংগৃহীত

১৯৫৮ সালে ইউরোপীয়ান কাপে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ম্যাচ শেষে ইংল্যান্ডে ফিরছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সে সময় জার্মানির মিউনিখে ভয়াবহ এক বিমান দূর্ঘটনার শিকার হয় রেড ডেভিলরা। ঘটনাস্থলেই মারা যান অনেক ফুটবলার। সেই দূর্ঘটনায় মারা গিয়েছিল মোট ২৩ জন। 

কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যান গোলরক্ষক হ্যারি গ্রেগ। আহত অবস্থাতেই তিনি নেমে পড়েন সতীর্থদের উদ্ধারে।

ওল্ড ট্রাফোর্ডের সাবেক গোলরক্ষকও এবার পাড়ি দিলেন অজানা ঠিকানার উদ্দেশ্যে। ৮৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও ‍উত্তর আয়ারল্যান্ডের সাবেক গোলরক্ষক গ্রেগ।  

১৯৫৭ সালের ডিসেম্বরে তখনকার বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল গোলরক্ষক হিসেবে ২৩,৫০০ পাউন্ডের বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন তিনি। পরের বছর বিশ্বকাপে ভোটে সেরা গোলরক্ষক নির্বাচিত হোন গ্রেগ।  

ইংলিশ প্রিমিয়ার লিগে ১৯৫৭-১৯৬৬ মৌসুম পযর্ন্ত মোট ২১০ ম্যাচে রেড ডেভিলদের গোলপোস্ট সামলেছেন তিনি। এছাড়া ১৯৫৪ থেকে ১৯৬৩ সাল পযর্ন্ত মোট ২৫ ম্যাচে উত্তর আয়ারল্যান্ডের গোলপোস্টের নিচে দাঁড়িয়েছেন গ্রেগ।  

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।