তবে দুই আর্জেন্টাইন মহাতারকা ম্যারাডোনা ও মেসির মধ্যে যদি তুলনা হয়, তবে কাকে বেছে নেবেন ফুটবল সমর্থকরা?
দিয়েগো জুনিয়র অবশ্য এগিয়ে রাখলেন লা আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জেতানো অ্যাটাকিং মিডফিল্ডার ম্যারাডোনাকে। ম্যারাডোনার ছেলে জুনিয়র বিশ্বাস করেন, তার বাবা ও মেসির মধ্যে কোনো তুলনা হওয়া উচিত নয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ম্যারাডোনার সাবেক ক্লাব নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হবে বার্সেলোনা। তার আগে দিয়াগো জুনিয়রকে তুলনা করতে হয়েছে ম্যারাডোনা-মেসির মধ্যে।
নিজের পিতাকে এগিয়ে রেখে দিয়েগো জুনিয়ার স্পেনের রেডিও লারগুয়েরোর এক ক্রীড়া অনুষ্ঠানে বলেন, ‘আমি সবসবময় বলেছি, ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে মেসি অনেক এগিয়ে। কিন্তু আপনি কখনও এলিয়েনের সঙ্গে মানুষের তুলনা করতে পারবেন না। এখানেই আমার বাবা (ম্যারাডোনা) এগিয়ে। নাপোলির সবাই তাকে খুব ভালবাসে। ’
খেলোয়াড়ি জীবনে সবকিছু জিতেছেন ম্যারাডোনা। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পাশাপাশি নাপোলির মতো দলকে ইতালিয়ান সিরি’আ লিগ জিতিয়েছেন। ক্লাবটিতে এখনও ছিয়াশির মহানায়ককে ‘ফুটবল ঈশ্বর’ হিসেবে দেখা হয়। সেই ক্লাবের মাঠে খেলবে মেসির বার্সা।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
ইউবি