এবার করোনা ভাইরাসের ভয়ে এ সপ্তাহে ‘ক্লোজড ডোর’ মানে সমর্থক ছাড়া খেলা হবে পাঁচটি ম্যাচের। যার মধ্য আছে জুভেন্টাস বনাম ইন্টার মিলানের মতো দ্বৈরথও।
এমনকি ইতালির উদিনেস, এসি মিলান, পার্মা ও সাসুলোর মতো ক্লাবগুলো মাঠে নামবে ঠিকই কিন্তু থাকবে না সমর্থকরা। শূন্য গ্যালারির সামনে লড়াই করবে দলগুলো।
তবে অন্যান্য ক্লাব লাৎসিও, নাপোলি, লিসে এবং কালিয়ারির ম্যাচ সমর্থকপূর্ণ গ্যালারিতে স্বাভাবিকভাবে মাঠে গড়াবে। তবে সাম্পোদোরিয়ার ম্যাচ নিয়ে এখনও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি সিরি’আ কর্তৃপক্ষ।
উত্তর ইতালিতে ইতোমধ্যে করোনা ভাইরাস আতঙ্ক বিরাজ করছে। পরীক্ষায ২২৯ জনের মধ্যে এ ভাইরাস পাওয়া গেছে। মারা গেছে ৭ জন।
বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
ইউবি/এমএমএস