অন্যদিকে দলের অন্যতম তারকা জামাল ভূঁইয়া না থাকলেও দাপুটে জয়ে তালিকার শীর্ষস্থানে ওঠেছে সাইফ। ৪ ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে তারা পেছনে ঠেলে দিয়েছে আগেরদিন সিংহাসনে বসা বন্দর নগরীর ক্লাব চট্টগ্রাম আবাহনীকে।
৩ ম্যাচে সমান ৭ পয়েন্ট নিয়ে যথাক্রমে তিন ও চারে আছে ঢাকা আবাহনী লিমিটেড ও গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। টানা পরাজয়ের বৃত্তে আটকে থাকা মুক্তিযোদ্ধা নেমে গেছে একেবারে তলানিতে। ১৩তম স্থানে থাকা দলটির তিন ম্যাচে এক ড্রয়ে এখন পযর্ন্ত অর্জন মাত্র ১ পয়েন্ট।
মঙ্গলবার (০৩ মার্চ) গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ম্যাচের ১৮তম মিনিটে পিছিয়ে পড়ে মুক্তিযোদ্ধা। ডিফেন্ডার ইয়াসিন আরাফাতের পাস থেকে সাইফকে এগিয়ে দেন মিডফিল্ডার মোহাম্মদ আরিফুর রহমান।
সার্বিয়ান কোচ দ্রাগো মামিচের শিষ্যরা ব্যবধানটা দ্বিগুণ করেন দ্বিতীয়ার্ধে। ৫৭ মিনিটে সাইফের হয়ে দ্বিতীয় গোল করেন মিডফিল্ডার জাবেদ আহমেদ। বাকি সময় চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি মুক্তিযোদ্ধা।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
ইউবি