রোববার (০৮ মার্চ) স্ট্যামফোর্ড ব্রিজে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে চেলসি। আর গোল পেতেও খুব দেরি হয়নি।
২১তম মিনিট পর পেদ্রো গোলে চেলসির ব্যবধান দ্বিগুণ হয়। রস বার্কলের অ্যাসিস্টে পেয়ে ডি বক্সে ঢুকে ডান পায়ের শটে গোলটি করেন এই স্প্যানিশ তারকা।
বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে চেলসি। ফলে ৫১তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে জোরালো নিচু শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ব্যবধান আরও বাড়ান উইলিয়ান। আর তিন মিনিট পর ব্যবধানে ৪-০ করে এভারটনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড জিরুদ। উইলিয়ানের ক্রসে থেকে ডান পায়ের শটে গোলটি করেন তিনি।
প্রিমিয়ার লিগে ২৯ ম্যাচে ১৪ জয় ও ৬ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে চেলসি। সমান ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।
বাংলাদেশ সময়: ০০৫৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
এমএমএস/এইচএডি/