করোনাভাইরাসের কারণে যেন স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্ব। চীন থেকে শুরু করে ইরান, ইতালিতে মৃত্যুর মিছিল দেখা যাচ্ছে। এই ভাইরাসের প্রভাব ভালোভাবেই পড়েছে ক্রীড়াঙ্গনেও। সর্বশেষ করোনা আতঙ্কে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল বনাম ম্যানচেস্টার সিটির হাইভোল্টেজ ম্যাচটিও স্থগিত করা হয়েছে।
এর আগে ইতালিয়ান সিরি’আ লিগ আগামী ৩ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়। এছাড়া ফ্রেঞ্চ লিগ ওয়ান, চ্যাম্পিয়নস লিগ ও লা লিগাও স্থগিত করা হয়েছিল।
বুধবার বাংলাদেশ সময় রাত ১টা ৩০ মিনিটে আর্সেনাল ও সিটির ম্যাচটি হওয়ার কথা ছিল।
করোনা আতঙ্কে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ম্যাচ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। বিশ্বে এখন পর্যন্ত কোভিড-১৯ রোগে মৃত্যু হয়েছে ৪ হাজার ২৯৮ জনের।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।