করোনাভাইরাসে এখন পর্যন্ত স্পেনে ২ হাজার ২০০ জন আক্রান্ত হয়েছেন। সর্বশেষ রিয়াল মাদ্রিদের বাস্কেটবল দলের এক খেলোয়াড় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রিয়াল মাদ্রিদের বাস্কেটবল দলের এক খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ইউরো লিগও স্থগিত রাখা হয়েছে। সাধারণত রিয়ালের বাস্কেটবল ও ফুটবল দল একই স্থানে অনুশীলন করে। ফলে রিয়াল মাদ্রিদের ফুটবল ও বাস্কেটবল দলের সব খেলোয়াড়কে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
আরও পড়ুন- করোনায় আক্রান্ত জুভেন্টাস ফুটবলার
এদিকে ইউরোপের শীর্ষ ফুটবল লিগের প্রথম ফুটবলার হিসেবে করোনায় আক্রান্ত হয়েছেন জুভেন্টাসের ইতালিয়ান ডিফেন্ডার দানিয়েল রুগানি। সতীর্থের আক্রান্ত হওয়ার খবর শোনার পর পর্তুগালে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন জুভেন্টাসের উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু তাই নয়, রুগানি সর্বশেষ ইন্টার মিলানের বিপক্ষে খেলেছেন। এজন্য জুভেন্টাস ও ইন্টারের প্রায় সব খেলোয়াড়কে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
আরও পড়ুন- করোনাভাইরাস: নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রোনালদো
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
এমএইচএম