ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

করোনাভাইরাস: রিয়াল-ম্যানসিটি, জুভেন্টাস-লিঁও ম্যাচ স্থগিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
করোনাভাইরাস: রিয়াল-ম্যানসিটি, জুভেন্টাস-লিঁও ম্যাচ স্থগিত রিয়াল বনাম ম্যানসিটি ম্যাচ স্থগিত

চলতি চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটির শেষ ষোলোর দ্বিতীয় লেগ হওয়ার কথা ছিল মঙ্গলবার (১৭ মার্চ)। কিন্তু মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রানঘাতী করোনাভাইরাসের কারণে ম্যাচটি স্থগিত করা হয়েছে। 

একই তারিখে স্থগিত হয়েছে জুভেন্টাস বনাম লিঁও’র শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচটিও।  

এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে ইউরোপীয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।

নিজ ক্লাবের মধ্যে করোনাভাইরাস আক্রান্ত খেলোয়াড় পাওয়ায় দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে আছে জুভেন্টাসের পুরো স্কোয়াড। একই অবস্থা রিয়াল মাদ্রিদেরও।  

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে জুভদের ইতালিয়ান সেন্টার-ব্যাক দেনিয়েল রুগানির করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়। একই তারিখে সকালে নিজেদের এক বাস্কেটবল খেলোয়াড়ও এ ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে রিয়াল। লস ব্লাঙ্কোসদের বাস্কেটবল দলটি অনুশীলন কক্ষ ভাগাভাগি করতো ফুটবল দলের সঙ্গেও।  

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।