ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এবার করোনার থাবায় লা লিগার আর্জেন্টাইন ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
এবার করোনার থাবায় লা লিগার আর্জেন্টাইন ডিফেন্ডার এজেকুয়েল গ্যারাই

ইতালিয়ান সিরি’আ ও ইংলিশ প্রিমিয়ার লিগের পর এবার করোনা ভাইরাসে আক্রান্ত ফুটবলার পাওয়া গেলো স্প্যানিশ লা লিগায়। কোভিড-১৯ পজিটিভ হয়েছেন ভ্যালেন্সিয়ার আর্জেন্টাইন ডিফেন্ডার এজেকুয়েল গ্যারাই।

লা লিগায় প্রথম ও আর্জেন্টিনার দ্বিতীয় ফুটবলার হিসেবে করোনায় আক্রান্ত হলেন ৩৩ বছর বয়সী এ সেন্টার-ব্যাক।

কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবরটা নিজেই জানিয়েছেন গ্যারাই।

ফেব্রুয়ারি থেকে হাঁটুর চোটে মাঠের বাইরে থাকা এ তারকা বলেন, ‘এটা পরিস্কার যে ২০২০ সালের শুরুটা আমার খারাপভাবেই হয়েছে। করোনা ভাইরাস পরীক্ষায় আমার পজিটিভ এসেছে। আমি ভাল অনুভব করছি এই মুহূর্তে। স্বাস্থ্য কর্তৃপক্ষের উপদেশ শুনছি এবং নিজেকে জন বিচ্ছিন্ন করে নিয়েছি। ’

২০০৭ সালে অভিষেকের পর থেকে আর্জেন্টিনার জার্সিতে ৩২ ম্যাচ খেলেছেন গ্যারাই। রিয়াল মাদ্রিদের সাবেক এ ডিফেন্ডার ২০১৬ সাল থেকে পাহারা দিচ্ছেন ভ্যালেন্সিয়ার রক্ষণভাগ।

গ্যারাইয়ের আগে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন আর্জেন্টিনার আরেক ডিফেন্ডার জার্মান পেজ্জেলা। ক্লাব ক্যারিয়ারে তিনি খেলছেন ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনার হয়ে।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।