লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ায় মিলিয়ন মিলিয়ন ইউরোর আর্থিক ক্ষতির মুখে পড়েছে বার্সেলোনা। তবে ক্ষতি পুষিয়ে নিতে একটা উপায় বাতলেছে কাতালান জায়ান্টরা।
এই মৌসুমের জন্য ৬১ মিলিয়ন ইউরো বাজেট করেছিল বার্সা, যার পুরোটাই নতুন খেলোয়াড় কিনতে খরচ হয়ে গেছে। খেলোয়াড়দের বেতন-ভাতা পরিশোধ করতে খরচ হয়েছে ৫০৭ মিলিয়ন ইউরো আর ঋণ শোধ করতে গেছে ১৩৫ মিলিয়ন ইউরো। মৌসুম ঠিক সময়ে শেষ হলে ক্ষতিটা হয়ত পুষিয়ে নিতে পারত বার্সা। কিন্তু এখন আর সেই সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। ফলে হাত পাততে হচ্ছে মেসিদের কাছে।
করোনার থাবায় স্পেনে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে। ইতালি, চীন, ইরানের পর করোনায় সর্বাধিক মৃত্যুর দিক দিয়ে চতুর্থ অবস্থানে আছে ইউরোপের এ দেশটি। আর সারা বিশ্বে ১০ হাজার ৮০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৮ হাজার ৬৫ জন।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
এমএইচএম