কোভিড-১৯ সংকটে জেগে ওঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। শত্রুতা ভুলে মহামারি রূপ ধারণ করা করোনা ভাইরাসের সময় স্থানীয় ফুড ব্যাংকে একত্রে ১ লাখ পাউন্ড দান করেছে এ দুই ফুটবল জায়ান্ট।
দু’দল ট্রাসেল ট্রাস্টে দান করেছে ৫০ হাজার পাউন্ড করে। বেসরকারি ও মুনাফাবিহীন প্রতিষ্ঠান ট্রাসেল ট্রাস্ট যুক্তরাজ্যে ফুড ব্যাংক নেটওয়ার্ক ভিত্তিক ১২০০ সেন্টারে সহায়তা দেয়। যার মধ্যে বৃহত্তর ম্যানচেস্টার শহরেই তাদের ১৯টি সেন্টার রয়েছে।
দানকৃত এই অর্থ ক্লাবের সুবিধাবঞ্চিত সমর্থক ও দেশের নাগরিকদের জন্য খাদ্য সরবরাহে খরচ করা হবে। করোনা ভাইরাসে ইতোমধ্যে লক-ডাউন করেছে ইংল্যান্ড।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
ইউবি