দানের ব্যাপারে টোল্ড বিল্ড নামক এক গণমাধ্যমকে ৩১ বছর বয়সী তারকা বলেন, ‘কঠিন পরিস্থিতিতে আমরা সবাই সচেতেন আছি। আজ আমরা সবাই দল হয়ে খেলছি।
কেবল লেভা নয়, বায়ার্নের দুই জার্মান তারকা লিওন গোরেৎজকা এবং জশুয়া কিমিচও একত্রে ১ মিলিয়ন ইউরো দান করেছেন ‘উই কিক করোনা’ ক্যাম্পেইনের ফান্ডে।
ম্যানচেস্টার সিটির জার্মান উইঙ্গার লেরয় সানেও উল্লেখযোগ্য অঙ্কের দান দিয়েছেন করোনা প্রতিরোধে।
‘উই কিক করোনা’ ফান্ডে ইতোমধ্যে ২.৫ মিলিয়ন ইউরো জমা পড়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২২ কোটি ৭৮ লাখ ৪৪ হাজার টাকা।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
ইউবি/এমএমএস