কাতারের ক্লাব আল-সাদের প্রধান কোচ ‘লা ভাংগুয়ারদিয়া’ নামের সেই গণমাধ্যমকে বলেন, ‘আমি পরিস্কার যে, আমি বার্সেলোনায় ফিরতে চাই, এ জন্য আমি খুব উতলাও। সম্ভবত বছর খানেক আগে আমি নিজেকে কিছু সম্মান দিতে পারতাম, কিন্তু এখন আমি নিজেকে কোচিংয়ে দেখতে চাই।
৪০ বছর বয়সী বিশ্বকাপজয়ী কিংবদন্তি মিডফিল্ডার আরও বলেন, ‘তবে আমি তাদেরকে এটা পরিস্কার করেছিলাম যে, শূন্য থেকে শুরু হওয়া একটি প্রকল্পে আমি নিজেকে দেখেছিলাম এবং সেসব সিদ্ধান্ত আমার নেওয়ার ছিল। ’
চলতি আসরের মাঝামাঝি আর্নেস্তো ভালভার্দেকে বরখাস্ত করে জাভিকে প্রধান কোচ করে ক্যাম্প ন্যুয়ে ফেরাতে চেয়েছিল বার্সা কর্তৃপক্ষ। কিন্তু আল-সাদের কথা মাথায় রেখে এবং কিছু ব্যক্তিগত কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। অবশ্য ভালভার্দে ঠিকই চাকরিচ্যুত হোন এবং ক্যাম্প ন্যুয়ে আসেন রিয়াল বেতিসের সাবেক কোচ কিকে সেঁতিয়েন।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
ইউবি