রোনালদোর সঙ্গে জুভেন্টাসে এই নিয়ে দ্বিতীয় মৌসুম চলছে দিবালার। এই সময়ে দুজনের বন্ধুত্বও হয়ে গেছে।
কিন্তু রোনালদোকে কেন আর্জেন্টিনায় ঘৃণা করা হয়? উত্তরটা আছে দিবালার বক্তব্যেই। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-কে অনলাইনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি রোনালদোকে বলেছি: আর্জেন্টিনায় আমরা তোমাকে ঘৃণা করি। তোমার ফিগার, তুমি যেভাবে চলো, যেভাবে হাঁট- সবকিছুই। '
তবে একসঙ্গে খেলার পর দিবালার ধারণা পাল্টে গেছে। এখন বরং রোনালদোকে তার বেশ ভালো লাগে। দিবালার ভাষায়, 'সত্যি কথা হচ্ছে, তুমি (রোনালদো) আমাকে চমকে দিয়েছো কারণ এখন তোমাকে ভিন্ন (আর্জেন্টিনায় যেমনটা ভাবা হয়) মনে হচ্ছে। '
গত মৌসুমে মেসির সমালোচনা করে বিপাকে পড়েছিলেন দিবালা। সেসময় তিনি দাবি করেছিলেন, মাঠে দুজনের খেলার ধরন এক হওয়াতে জাতীয় দলে মেসির সঙ্গে জুটি গড়া হয়নি তার। এই নিয়ে তখন হইচই পড়ে গিয়েছিল। দিবালা অবশ্য তার বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন, 'আমি কখনোই সতীর্থের সমালোচনা করতে চাইনি। আমি শুধু অবস্থার উন্নতি চেয়েছিলাম। '
'আমি বিষয়টা নিয়ে মেসির সঙ্গেও কথা বলেছিলাম কারণ তার সঙ্গে আমার খেলার ধরনে অনেক মিল আছে। আমি বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকায় খেলার তেমন একটা সুযোগ পাইনি। কিন্তু সেই সঙ্গে এটাও বলব, আমি সবসময় কোচদের সিদ্ধান্ত মেনে চলি কারণ আর্জেন্টিনায় এটা খুবই গুরুত্বপূর্ণ,'-যোগ করেন তিনি।
গত মার্চে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন দিবালা। তবে এখন তিনি পুরোপুরি সুস্থ। করোনা সংক্রমণের সময়টা কেমন কেটেছে সেটা নিয়েও কথা বলেছেন জুভেন্টাস ফরোয়ার্ড। 'আমি প্রচুর কাশি দিতাম, আমি ক্লান্ত হয়ে পড়তাম এবং রাতে ঘুমানোর সময় ঠাণ্ডা অনুভব করতাম। সময়টা খুব কঠিন ছিল। ওই সময় আমি হতাশ না হয়ে শান্ত থাকার চেষ্টা করতাম এবং জুভেন্টাসের চিকিৎসকদের সঙ্গে কথা বলতাম। '
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
এমএইচএম/এমএমএস