লিঁও ফরোয়ার্ডের সঙ্গী লাইগার আদতে পুরুষ সিংহ (লায়ন) এবং স্ত্রী বাঘের (টাইগার) সংকরায়নে উৎপন্ন প্রাণী। এটি দেখতে সিংহের মতো, যার শরীরে বাঘের মতোই ডোরাকাটা দাগ আছে, তবে হালকাভাবে ছড়িয়ে-ছিটিয়ে।
নিজের ইনস্টাগ্রাম একাউন্টে লাইগারের সঙ্গে সময় কাটানোর একাধিক ছবি পোস্ট করে ডিপে লিখেছেন, 'যখন একটি লাইগার একটি সিংহের সঙ্গ উপভোগ করে তখন কি হয়?
ডিপে সম্ভবত কিংবদন্তি মার্কিন মুষ্টিযোদ্ধা মাইক টাইসনের সাবধান বাণীকে গুরুত্ব দেননি। টাইসনের একটি পোষা বাঘ ছিল। এই নিয়ে তিনি বলেছিলেন, 'আপনি বিশ্বাস করতে পারবেন না তারা মানুষের মাংস নিয়ে কী করতে সক্ষম- আমার কোনো ধারণাও ছিল না। '
'আমি তখন বোকা ছিলাম। এসব বিড়াল প্রজাতির প্রাণীকে ১০০ ভাগ পোষ মানানোর কোনো সুযোগ নেই। এমনটা হতেই পারে না। তারা আপনাকে দুর্ঘটনাবশত হত্যা করতে পারে, এমনকি তারা আপনাকে মারতেও চাইবে না, কিন্তু দুর্ঘটনাবশত তারা এটা করে ফেলবে। তারা অনেক বেশি শক্তিশালী,' যোগ করেন তিনি।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০
এমএইচএম