এমন দুঃসময়ে ফুটবলারদের ৩০ শতাংশ বেতন কম নিতে আলোচনা করবে ক্লাবগুলো। লিগ কর্তৃপক্ষ ক্লাবগুলোর সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে জানায়, সব ক্লাব এ ব্যাপারে একমত পোষণ করেছে।
জানা যায় যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সংস্থাকে ২০ মিলিয়ন পাউন্ড অনুদান দেবে প্রিমিয়ার লিগ। একই সঙ্গে ইংলিশ ফুটবল লিগ ও ন্যাশনাল লিগের ক্লাবগুলোকে ১২৫ মিলিয়ন পাউন্ড অগ্রিম দেবে সংস্থাটি
বিবৃতিতে আরও জানানো হয়, মে মাসের শুরুতেও লিগ শুরুর সম্ভাবনা নেই। যেখানে পরিস্থিতি নিরাপদ ও উপযুক্ত হলেই কেবল লিগ শুরু হবে। এর আগে ৩০ এপ্রিল পর্যন্ত প্রিমিয়ার লিগসহ সব ধরনের ফুটবল স্থগিত করা হয় ইংল্যান্ডে।
এর আগে বার্সেলোনা তাদের খেলোয়াড়দের বেতনে ৭০ শতাংশ কেটে নেওয়ার প্রস্তাব করলে তাতে সায় দেয় মেসি বাহিনী। এছাড়া ক্রিস্টিয়ানো রোনালদোরা জুভেন্টাস থেকে ৪ মাসের বেতন নেবেন না বলে জানা যায়।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২০
এমএমএস