ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফ্লিককে ২০২৩ পযর্ন্ত স্থায়ী কোচ করলো বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২০
ফ্লিককে ২০২৩ পযর্ন্ত স্থায়ী কোচ করলো বায়ার্ন হানসি ফ্লিক

অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে বায়ার্ন মিউনিখের দায়িত্ব নিয়েছিলন হানসি ফ্লিক। এবার ৫৫ বছর বয়সী জার্মানকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিল বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। ফ্লিক অ্যালিয়েঞ্জ অ্যারেনায় থাকবেন ২০২৩ পযর্ন্ত।

প্রধান কোচ নিকো কোভাচের সহকারী হিসেবে ২০১৯ সালে বায়ার্নে যোগ দিয়েছিলেন ফ্লিক। কিন্তু কোভাচ বেশিদিন টিকতে পারেননি অ্যালিয়েঞ্জ অ্যারেনায়।

০৩ নভেম্বর ক্রোয়েশিয়ান কোচকে বরখাস্ত করে বাভারিয়ানরা।

তার স্থলে ফ্লিককে অন্তর্বর্তীকালীন কোচ করে বায়ার্ন। গত মৌসুমে মাত্র দুই ম্যাচের জন্য ডাগআউটে দাঁড়িয়েছিলেন তিনি। তবে ২০১৯-২০ মৌসুমে জার্মান জায়ান্টদের হৃদয় জিতে নেন ফ্লিক। তার অধীনে ২১ ম্যাচের ১৮টিতে জিতেছে বায়ার্ন।

চলতি মৌসুমে ২৫ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বাভারিয়ানরা। তবে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে বুন্দেসলিগা।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।