চলমান করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী অর্থণৈতিক মন্দা আশঙ্কা করা যাচ্ছে। আর এতে ক্ষতিগ্রস্ত হতে পারে খোদ বার্সা।
স্প্যানিশ পত্রিকা মুন্দো দেপোর্তিভোর বরাত দিয়ে মার্কা জানায় গত বছর বার্সা প্রতিশ্রুতি দিয়ে নেইমারকে বলেছিল, ‘তুমি এ বছর আসো না হয় পরের বছর, এটা নিশ্চিত আনবোই। ’
গত মৌসুমে নেইমারকে পেতে শুধু বার্সাই নয়, উঠে পড়ে লেগেছিল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও। এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি দলও তার প্রতি আগ্রহ দেখিয়েছিল। কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায় বার্সায় ফিরতে নেইমার নাকি নিজের গাটের পয়সাও খরচ করতে চেয়েছিলেন।
দেপোর্তিভো অবশ্য জানায়, নেইমারকে কিনতে বার্সার মোটা অংক খরচ হলেও, মূলত দলকে বড় আয় এনে দেবেন। কেননা তিনি আসার ফলে টিকিট ও জার্সি বিক্রি আরও কয়েক গুণ বেড়ে যাবে। এছাড়া আরও বেশি স্পন্সররা আগ্রহ দেখাবে।
বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২০
এমএমএস