ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

হাসপাতাল ছেড়ে আইসোলেশনে লিভারপুল কিংবদন্তি ডালগ্লিশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
হাসপাতাল ছেড়ে আইসোলেশনে লিভারপুল কিংবদন্তি ডালগ্লিশ স্যার কেনি ডালগ্লিশ

শিরায় প্রদানের জন্য এক অ্যান্টিবায়োটিকের প্রয়োজন পড়লে বুধবার (০৮ এপ্রিল) হাসপাতালে ভর্তি করা হয় লিভারপুলের সাবেক কিংবদন্তি স্ট্রাইকার স্যার কেনি ডালগ্লিশকে। কিন্তু এক চিকিৎসা করতে গিয়ে উল্টো আরেকটি দুঃসংবাদ শুনতে হয় তাকে।

করোনা ভাইরাস সংক্রমিত কিনা তা জানার জন্য রুটিনমাফিক পরীক্ষায় ‘অপ্রত্যাশিতভাবে’ পজিটিভ ফল আসে ডালগ্লিশের। তবে সেই খবর ফুটবল বিশ্বকে নাড়া দিলেও ৬৯ বছর বয়সী সাবেক স্কটিশ কিংবদন্তি ফুটবল তারকাকে হাসপাতালের বিছানায় শুয়ে দিন কাটাতে হচ্ছে না।

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ডালগ্লিশ। এখন নিজের ঘরে আইসোলেশনের থাকবেন তিনি। সানডে পোস্টকে সাবেক সেল্টিক তারকা বলেন, ‘লোকজন সম্ভবত আমার নাম দেখে আমার জন্য সর্বোচ্চ যত্ন-সেবার প্রত্যাশা করেছিল, তবে ন্যাশনাল হেল্থ সার্ভিসে (এনএইচএস) সবাই সর্বোচ্চ সেবা পায়। ’

১৯৭৭ সালে লিভারপুলে যোগ দেওয়ার আগে ডালগ্লিশ সেল্টিকের জার্সিতে চারবার স্কটিশ লিগ শিরোপা জিতেছেন। অ্যানফিল্ডে খেলোয়াড় ও কোচ হিসেবে আটবার লিগ চ্যাম্পিয়নশিপ এবং তিনবার ইউরোপিয়ান কাপ জিতেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।