আসন্ন গ্রীষ্মের দলবদলের বাজার থেকে নেইমার জুনিয়র ও লওতারো মার্তিনেসকে কেনার পরিকল্পনা করছে বার্সা। কিন্তু এত টাকা কোথায়? করোনা সংকটের কারণে বিশাল আর্থিক লোকসানের পর খেলোয়াড়দের বেতন কেটে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলবদলের বাজারে তোলার জন্য যে তিনজনকে প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে, তাদের বাজারমূল্যের বারোটা বেজে গেছে। একে ফর্ম নেই, তাতে আবার করোনার হানা। দলে সিনিয়রদের মধ্যে কাউকে বেচে দিয়ে পয়সা উসুল করার সুযোগও তেমন নেই। ঠিক এমন পরিস্থিতিতে উপায় খুঁজে বের করেছেন মেসি। আর সেই উপায় হলো, টের স্টেগানকে বেচে দেওয়া।
গত দুই মৌসুমে মেসির পরেই বার্সার সবচেয়ে সেরা পারফর্মার টের-স্টেগান। কিন্তু বোর্ডের সঙ্গে আর্থিক বিষয় নিয়ে অসুখী এই জার্মান গোলরক্ষক। বোর্ডের কাছে আর্থিক দিক নিয়ে একের পর এক দাবি জানিয়েও কোনো ফল পাননি তিনি। তাছাড়া মেসির সঙ্গেও তার সম্পর্ক ভালো যাচ্ছে না। ফলে তাকে বেচে দেওয়ার চিন্তাভাবনা করাটা অস্বাভাবিক নয়।
'দিয়ারিও গোল'র এক রিপোর্টে দাবি করা হয়েছে, মেসি নিজেই চান টের-স্টেগানকে বেচে দিক বার্সা। আর এ থেকে কমপক্ষে ১০০ মিলিয়ন ইউরো আসার সম্ভাবনা আছে। তাকে এই দামে কেনার পরিকল্পনা করছে চেলসি ও বায়ার্ন মিউনিখ। তার দলের প্রধান গোলরক্ষক চলে গেলে তার বিকল্প হিসেবে আয়াক্স অ্যামস্টারডামের গোলরক্ষক আন্দ্রে ওনানাকে কেনার কথাও ভাবছে বার্সা।
এদিকে কিছুদিন আগে পদত্যাগ করা ৬ বোর্ড পরিচালকের শূন্যস্থান পূরণ করেছে বার্সা। এই ৬ জনের দুজন আবার ভাইস প্রেসিডেন্ট ছিলেন। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা ক্লাবের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন। বিশেষ করে সামাজিক যোগযোগমাধ্যমে সিনিয়র খেলোয়াড়দের নিয়ে কুৎসা রটানো এবং খেলোয়াড়দের ৭০ শতাংশ বেতন কাটা নিয়ে ক্লাবের মিথ্যাচার নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা।
পদত্যাগকারী ছয় বোর্ড পরিচালকের মধ্যে ভাইস প্রেসিডেন্ট এমিলি রুশো ছিলেন বেশি সোচ্চার। ক্লাব প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তমেউ'র সমালোচনা করে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন তিনি। এমনকি বোর্ড প্রেসিডেন্টকে পদত্যাগ করে নতুন নির্বাচন দেওয়ারও আহবান জানিয়েছেন তিনি। তার সমালোচনা ভালোভাবে নেয়নি বোর্ড। ফলে তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে তারা।
এদিকে বোর্ড পরিচালকের শূন্য পদগুলোতে নতুন দিয়েছে বার্সা। জর্দি মইক্সকে রুশোর জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে। ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ পেয়েছেন পাউ ভিলানোভাকেও। বাণিজ্যিক অংশের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ওলিওল টমাসকে। বোর্ড পরিচালকদের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মার্তা পালানা। আর ট্রেজারার হিসেবে দাভিদ বেলিভারকে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২০
এমএইচএম