তবে এই মহামারির বিরুদ্ধে লড়াই করতে এগিয়ে এসেছেন স্যামুয়েল ইতো। করোনা ঠেকাতে নিজ দেশ ক্যামরুনের ১ লাখ জনগণকে সাহায্য দেওয়ার প্রতিজ্ঞা করেছেন বার্সেলোনার সাবেক কিংবদন্তি স্ট্রাইকার।
ইতোর ফাউন্ডেশন ক্যামরুনের চারটি শহরের ৫০ হাজার পরিবারকে সাবান, স্যানিটাইজার এবং বিবিধ প্রকার খাবার সরবরাহ করবে বিনামূল্যে। এছাড়া বিশেষ করে দেশটির ট্যাক্সি ড্রাইভারদের ৫০ হাজার মাস্কও দেওয়া হবে।
স্যামুয়েল ইতোর ফাউন্ডেশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই গুরুতর মানব সংকটের সময় কেবল যথাযথ স্যানিটাইজেশন এবং হেল্থ কীটের বিতরণই পারে করোনা ভাইরাস দমন করতে। ’
করোনা ঠেকাতে ইতোমধ্যে বড় ধরণের পদক্ষেপ গ্রহণ করেছে ক্যামরুন সরকার। দেশের সব ধরনের ক্রীড়া কর্মকাণ্ড স্থগিত করার পাশাপাশি মধ্য আফ্রিকান নেশন্সের সঙ্গে সীমান্তও বন্ধ রাখছে ক্যামরুন।
০৫ এপ্রিল, ক্যামরুনের স্বাস্থ্য মন্ত্রী মানাউদা মালাছি এক প্রতিবেদনে জানিয়েছেন, দেশটিতে ৬৫০ জনের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। তার মধ্যে সুস্থ হয়েছেন ১৬৫ এবং মারা গেছেন ১৭ জন।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২০
ইউবি