ছবি:সংগৃহীত
করোনার মাঝেই নিজেদের ফুটবল লিগ শুরু করে দিল তুর্কমেনিস্তান। শুধু কি তাই, খোলা মাঠে নয়, ঝুঁকি সত্ত্বেও দর্শক নিয়েই স্থগিতাদেশ তুলে লিগ শুরু করল মধ্য এশিয়ার দেশটি।
এর আগে গত ২০ মার্চ ইউকারে লিগে শেষ খেলা হয়েছিল। আর এবার প্রায় এক মাস পরে লিগে আলতান আসার বনাম কোপেতদাগ মাঠে নামে।
যেখানে রাজধানী আশগাবাতে ২০ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামটিতে মোটে ৫০০ জন উপস্থিত ছিল।
যদিও তুর্কমেনিস্তানের ফুটবল লিগে বরাবরই কানায় কানায় দর্শক ভরা থাকে। তবে এদিন বিনামূল্যে টিকিটের ব্যবস্থা করা হয়। খেলাটি ১-১ গোলে নিষ্পত্তি হয়।
করোনা ভাইরাসের কারণে আট দলের এই লিগটি গত ২৪ মার্চ স্থগিত করা হয়।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।