করোনার কারণে সিরি’আ স্থগিত রয়েছে ০৯ মার্চ থেকে। চলতি মৌসুম পুনরায় শুরু হবে কিনা তা এখনও অনিশ্চিত।
রোববার (১৮ এপ্রিল) রোমা এক বিবৃতিতে জানায়, মার্চ এবং জুন মৌসুমের সময়সূচির বেতন নেবে না তাদের খেলোয়াড়রা।
রোমা আরও জানায়, তাদের খেলোয়াড়রা ক্লাবের অন্যান্য কর্মীদের বেতন চালু রাখবে। এছাড়া ক্লাবের ব্যবস্থাপনা কর্মকর্তারা তাদের আয়ের একটা অংশ নেবেন না।
ক্লাবের প্রধান নির্বাহী গুইদো ফিয়েঙ্গা বলেন, ‘রোমায় আমরা সবসময় একতার কথা বলি এবং খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের মৌসুমের বেতন হ্রাসের জন্য স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছি। আমরা সবাই প্রমাণ করেছি, আমরা একসঙ্গে আছি। ’
তিনি আরও বলেন, ‘এডিন জেকো (অধিনায়ক), সকল খেলোয়াড় এবং পাওলো ফোনসেকা (কোচ) দেখিয়েছেন যে, তারা বুঝেছেন ক্লাব কিসের জন্য দাঁড়িয়েছে এবং আমরা ক্লাবের সকল অসাধারণ ব্যক্তিত্বদের তার জন্য ধন্যবাদ জানায়। ’
রোমা ছাড়াও সিরি’আ লিগের অন্যান্য ক্লাব জুভেন্টাস, পার্মা এবং কালিয়ারির খেলোয়াড়রাও বেতন হ্রাসে রাজি হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
ইউবি