শনিবার (২৫ এপ্রিল) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে ক্লাবগুলো একথা জানান।
সভা শেষে লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী বলেন, ‘আমরা চাই খেলা মাঠে গড়াক।
ঢাকা আবাহনী লিমিটেডের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বাংলানিউজকে বলেন, ‘এটা নিয়ে বিভিন্ন মতামত আসছে। কিন্তু প্রায় সব ক্লাব চায় লিগ না হোক। কারণ কবে আবার খেলা হবে সেটা তো কেউ বলতে পারছে না। আমরা বলেছি যে দেশি ফুটবলারদের নিয়ে চালিয়ে নিতে কিন্তু অন্যান্য ক্লাব চাচ্ছে না বিদেশি ফুটবলার ছাড়া খেলতে। তবে লিগ হবে কি না সেই সিদ্ধান্ত দেবে নির্বাহী কমিটি। ’
ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান বাংলানিউজকে বলেন, ‘বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে খেলা কবে শুরু হবে তা কেউ বলতে পারে না। আগামী তিন-চার মাস কি হবে সেটাও কেউ জানে না। আনুমানিক নভেম্বর-ডিসেম্বরের কথা বলা হচ্ছে, কিন্তু সেটা তো আবার নতুন মৌসুমে পড়ে যায়। আর ক্লাবগুলো মূলত চলে অনুদানের ওপর। এখন কেউ টাকাও দিতে চাচ্ছে না। তাই সবাই মিলে জানিয়ে দিয়েছি এবার লিগটা না খেলাই ভালো। ’
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
আরএআর/এমএইচএম