পরিকল্পনা চলছে সিরি’আ নিয়েও। ৪ মে থেকে পৃথকভাবে অনুশীলনে দেখা যেতে পারে ইতালিয়ান লিগের ক্লাবগুলোর খেলোয়াড়দের।
আশা করা হচ্ছে, সিরি’আ লিগের ২০১৯/২০ মৌসুম ২৭ মে থেকে ০২ জুনের মধ্যে শেষ করার। এরপর আগস্টে শুরু হবে আরেকটি নতুন মৌসুম। তবে চলতি মৌসুমের বাকি ম্যাচগুলো ‘ক্লোজড ডোর’ বা বন্ধ দরজার চালানোর চিন্তা-ভাবনা করা হচ্ছে।
ইউরোপের দেশগুলোর মধ্যে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি মারা গেছে ইতালিতে। গত রোববার (২৬ এপ্রিল) দেশটিতে নতুন করে প্রাণ হারিয়েছেন আরও ২৬০ জন। যা ছিল ১৪ মার্চ থেকে ইতালিতে ভয়াবহতা শুরুর পর সবচেয়ে কম সংখ্যক মৃত্যুর রেকর্ড।
বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
ইউবি