ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বাতিল হচ্ছে আর্জেন্টিনার সব ফুটবল লিগ, অবনমন হচ্ছে না কারও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
বাতিল হচ্ছে আর্জেন্টিনার সব ফুটবল লিগ, অবনমন হচ্ছে না কারও বাতিল হচ্ছে আর্জেন্টিনার সব ফুটবল লিগ

করোনা ভাইরাসের কারণে স্থগিত বিশ্বের সব ক্রীড়া আসর। বন্ধ রয়েছে ফুটবল পাগল দেশ আর্জেন্টিনার সকল লিগও। তবে দেশটির লকডাউন পরিস্থিতি আরও বাড়ার ফলে কঠিন এক সিদ্ধান্তে আসতে হচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে। ইতোমধ্যে দেশের সব ফুটবল প্রতিযোগিতা বাতিল করেছে তারা। তবে দুই মৌসুম কোনো দলের অবনমন হবে না বলে জানানো হয়।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া দেশটির একটি টিভি সাক্ষাৎকারে বলেন, ‘আমরা টুর্নামেন্ট শেষ করতে যাচ্ছি। ’ আর এই সিদ্ধান্তটি মঙ্গলবার (২৮ এপ্রিল) অফিসিয়াল অনুমোদন পাচ্ছে বলে তিনি জানান।

তিনি বলেন, ‘খেলাকে আবার শুরু করার পরিকল্পনা ছিল আমাদের, তবে কর্তৃপক্ষ সর্বোচ্চ নিরাপত্তার কথা বললে তখনই শুরু হবে। ’

কোভিড-১৯ রোগে আর্জেন্টিনায় এখন পর্যন্ত ৩ হাজার ৮৯২ জন আক্রান্ত হয়েছে। যেখানে মৃতের সংখ্যা ১৯২। গত শনিবার দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নানদেস পুরো জাতিকে আগামী ১০ মে পর্যন্ত হোম কোয়ারেন্টিনে থাকতে বাধ্যকতা দিয়েছেন।

এদিকে তাপিয়া জানিয়েছেন, লিগগুলোতে নিচ থেকে ক্লাবগুলোর উন্নতি হবে। তবে নির্দিষ্ট কোন বিভাগ থেকে হবে তা জানাননি।

রেলিগেশন, যা তিন বছরের মেয়াদে নেওয়া প্রতি খেলায় পয়েন্টের হিসেব দ্বারা সিদ্ধান্ত দেয়া হয়, কিন্তু এই মৌসুম ও পরবর্তী মৌসুম তা স্থগিত করা হবে।

এই সিদ্ধান্তে ফলে মে’তে ২৪ দলের খেলা কোপা সুপার লিগার প্লে-অফ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে, এখন তা বাতিল হলো। লকডাউনের আগে শুধুমাত্র এই আসরটির একটি রাউন্ডের খেলা হয়েছিল। আর গত মার্চের প্রথম সপ্তাহে প্রথম বিভাগ চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছিল।

আর এই বাতিল ঘোষণা হওয়ায় অবনমন অঞ্চলে থাকা নিচের তিন দল স্বস্তি পাচ্ছে। এই তিন দলের একটি হলো জিমনাসিয়া। এই দলের কোচের দায়িত্বে আছেন দিয়েগো ম্যারাডোনা।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।