এনিয়ে উয়েফা প্রেসিডেন্ট জানান, উয়েফার অধীনে ৫৫টি ফুটবল সংস্থার কাছে চিঠি পাঠানো হয়েছে, যাতে আগামী ২৫ মে’র মধ্যে নিজেদের দেশের লিগগুলি শুরু করা সম্ভব হবে কি না জানতে চাওয়া হয়েছে। আর তাদের বক্তব্য শোনার পরেই নতুন ফুটবল মৌসুম নিয়ে পরিকল্পনা করা হবে।
এর আগে করোনার কারণে এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে ইউরো কাপ। আপাতত স্থগিত রাখা হয়েছে চ্যাম্পিয়নস লিগ এবং ইউরোপা লিগ। সেইসঙ্গে উয়েফা সব দেশগুলির ফুটবল সংস্থার কাছে আবেদন জানাচ্ছে, তারা যেন মৌসুম শেষ করার বিষয়ে জোর দেয়।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগা, সিরি’আ কমিটি ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, তারা চলতি মৌসুম শেষ করতে ইচ্ছুক। আবার নেদারল্যান্ডস ও ফরাসি ফুটবল চলতি মৌসুম বাতিলের ঘোষণা করে দিয়েছে।
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২০
এমএমএস