এছাড়া খুব দ্রুতই স্পেনের ফুটবল মাঠে গড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন সানচেস। তিনি বলেন, ‘পেশাদার অ্যাথলেটরা এককভাবে ৪ মে থেকে অনুশীলন শুরু করতে পারবে।
সানচেস বলেন, ‘জিরো ফেসের অধীনে পেশাদার ও ফেডারেশন অ্যাথলেটরা পেশাদারি লিগের অনুশীলন এককভাবে শুরু করতে পারবে। আর ফেস এক এর অধীনে মাঝারিমানের অনুশীলনের জন্য অবশ্যই নিরাপত্তা কিট পরিধান করে অনুশীলনে যেতে হবে। ’
এদিকে ফেস টু এর অংশ হিসেবে সংস্কৃতিক অনুষ্ঠানগুলো শুরু করা যেতে পারে। তবে এতে ৫০ জনের বেশি মানুষ অংশগ্রহণ করতে পারবে না। আর আউটডোরে ৪০০ জনের সম্ভাব্যতা ধরা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২০
এমএমএস