তবে দুঃসংবাদ শুনতে হচ্ছে ফরাসি জায়ান্ট দল লিঁও-কে। ১৯৯৭ সালের পর তারা প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পাচ্ছে না।
ফরাসি লিগে প্রথম দুই দল সরাসরি চ্যাম্পিয়নস লিগে সুযোগ পায়। তৃতীয় দল চ্যাম্পিয়নস লিগের তৃতীয় বাছাইতে জায়গা করে নেয়। আর চতুর্থ ও পঞ্চম দল ইউরোপাতে সরাসরি খেলে। এছাড়া ষষ্ঠ দল ইউরোপার দ্বিতীয় বাছাইতে সুযোগ পায়।
এদিকে এ মাসের শুরুতে ফ্রান্সের ফুটবল সংস্থা এলএপপি জানিয়েছিল, ফ্রান্স ১১ মে-তে লকডাউন তুলে দিতে যাচ্ছে। ফলে জুন থেকে লিগ ফের শুরু করা যাবে। তবে পরবর্তীতে এমন সম্ভাবনা নাকচ করে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী এদুয়ার্দ ফিলিপ্পে। করোনা ভাইরাস মহামারির কারণে আগামী সেপ্টেম্বর পর্যন্ত ফ্রান্সে ফুটবল ফেরার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন জানান তিনি।
পাশাপাশি ইউরোপের ফুটবল সংস্থা উয়েফা প্রতিটি দেশকে জানিয়ে দেয়, আগস্টের মধ্যেই চলমান মৌসুম শেষ করতে হবে। তাই এবারের গ্রীষ্মে লিগ ওয়ান ও লিগ টু'র ২০১৯ /২০ মৌসুমের বাকি ম্যাচগুলো মাঠে গড়ানোর সম্ভাবনাও শেষ হয়ে যায়।
বৃহস্পতিবারের পরেই এলএফপি টমাস টুখেলের শিষ্যদের টানা তিনবারের মতো লিগ ওয়ানের চ্যাম্পিয়নস ঘোষণা করবে। তবে ইউরোপের নামি প্রতিযোগিতায় না যেতে পেরে লিঁও’র কপাল পুড়লোই বটে।
পিএসজি বর্তমানে লিগে দ্বিতীয়স্থানে থাকা মার্সেই থেকে ১২ পয়েন্টে (৬৮) এগিয়ে শীর্ষে রয়েছে। আর মার্সেই ও রেনের যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হওয়ায় চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পাচ্ছে।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
এমএমএস