ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

৩ লাখে বিক্রি হলো মুন্নার জার্সি, তৈয়বের ৫ লাখ ৫৫ হাজারে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৪ ঘণ্টা, মে ১০, ২০২০
৩ লাখে বিক্রি হলো মুন্নার জার্সি, তৈয়বের ৫ লাখ ৫৫ হাজারে মোনেম মুন্না ও রেফারি তৈয়ব হাসানের জার্সি নিলামে তোলা হয়েছিল

করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে নিলামে তোলা হয়েছিল বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা মোনেম মুন্নার জার্সি। নিলামে সেই জার্সি ৩ লাখ টাকায় বিক্রি হয়েছে। 

মোনেম মুন্না এই জার্সি পরেই ১৯৮৯ সালে ঢাকায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট গোল্ডকাপে খেলেছিলেন। ওই আসরের চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

সেই ঐতিহাসিক ম্যাচে পরা মুন্নার জার্সিটির ভিত্তিমূল্য ধরা হয়েছিল ২ লাখ টাকা।  

আজ নিলামকারী প্রতিষ্ঠান অকশন ফর অ্যাকশন কর্তৃক অনুষ্ঠিত নিলাম থেকে সেই বিখ্যাত ‘২’ নম্বর জার্সিটি ৩ লাখ টাকায় কিনে নেয় কার্নিভাল ইন্টারনেট প্রতিষ্ঠান।  

এছাড়া মোনেম মুন্নার আবাহনী লিমিটেডের একটি জার্সি বিক্রি হয়েছে ২ লাখ ১০ হাজার টাকায়। শুরুতে নিলামে তোলা না হলেও সরাসরি যোগাযোগ করে এটি কিনে নেন এইচএসবিসি ব্যাংকের সিইও মাহবুবুর রহমান।

অন্যদিকে বাংলাদেশের সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসানের জার্সিও নিলামে তোলা হয়েছিল। এই জার্সি পরে ২০১৩ সালে কাঠমুন্ডুতে অনুষ্ঠিত সাফ ফুটবলের ফাইনাল পরিচালনা করেছিলেন তৈয়ব। সেবারই প্রথম দক্ষিণ এশিয়ার কোনো রেফারি সাফ ফুটবলের ফাইনাল পরিচালনা করেন।  

নিলামে তৈয়বের জার্সি বিক্রি হয়েছে ৫ লাখ ৫৫ হাজার টাকায়। নিলাম থেকে জার্সিটি কিনেছেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান। এর ভিত্তিমূল্য ছিল ২ লাখ টাকা।

মোনেম মুন্না ও তৈয়বের জার্সি বিক্রি থেকে প্রাপ্ত অর্থ করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ব্যয় করা হবে।

বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, মে ১০, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।