ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

৪ জুন শুরু রোনালদোর দেশের ফুটবল লিগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, মে ১৩, ২০২০
৪ জুন শুরু রোনালদোর দেশের ফুটবল লিগ

করোনা ভাইরাসের কারণে স্থগিত হওয়া পর্তুগালের প্রিমেইরা লিগ বা লিগা এনওএস আগামী ৪ জুন ফের শুরু হচ্ছে। দেশটির শীর্ষ পর্যায়ের এই লিগ মাঠে গড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে লিগা পর্তুগাল কর্তৃপক্ষ।

এর আগে পর্তুগালের সরকার জানিয়েছিল আগামী ৩০ মে থেকে ফুটবল ফের মাঠে গড়াতে পারে। তবে লিগা পর্তুগাল জুনের প্রথম সপ্তাহে শুরু করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়।

এক বিবৃতিতে বলা হয়, লিগ গভর্নি বডি খেলোয়াড় ও রেফারিতে কথা মাথায় রেখে লিগা এনওএস এই তারিখে শুরু করার সিদ্ধান্ত নেয়। পর্তুগিজ ডিরেক্টরেট অব হেলথ (ডিজিএস) এর নির্দেশনা মেনেই আমরা এ ব্যাপারে নিশ্চিত হয়েছি।

ডিজিএসের এক আলোচনার দুই দিন পর লিগা পর্তুগাল খেলা শুরু করা ব্যাপারে সিদ্ধান্ত নেয়। যেখানে বলা হয় ম্যাচ ডে-র আগে পরে ৪৮ ঘণ্টার মধ্যে দুবার খেলোয়াড়দের পরীক্ষা করানো হবে। খেলা হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। আর স্টেডিয়ামের বাইরে অল্প সংখ্যাক লোকজনের সমাগম থাকবে।

এদিকে নতুন সূচিতে লিগা এনওএস তুলনামূলক ছোট স্টেডিয়ামে খেলা হবে। তবে এখন স্টেডিয়ামগুলোর নাম ঘোষণা হয়নি।

লিগ  আরম্ভর আগে গত সপ্তাহ থেকে বেশিরভাগ দল আলাদাভাবে অনুশীলন শুরু করেছে। আসরটিতে ইতোমধ্যে ১০ রাউন্ড শেষ হয়েছে। যেখানে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে পোর্তো। আর এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে বেনফিকা।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মে ১৩, ২০২০
এমএমএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।