তবে সেই পুরনো সময়কে ভুলে যাননি ২০১৮ রাশিয়া বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী তারকা। চ্যারিটির অংশ হিসেবে সাবেক ক্লাব লেইটন ওরিয়েন্টের জার্সির স্পন্সর হয়েছেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড।
লেইটনের জার্সির স্পন্সর হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন কেন নিজে। নিজের অফিসিয়াল টুইটারে ক্লাবটির ভিন্ন ভিন্ন তিন জার্সির ছবি পোস্ট করে স্পার্স ফরোয়ার্ড লিখেছেন, ‘খুবই গর্বের সঙ্গে জানাচ্ছি যে, যে ক্লাবটি আমাকে প্রাক শুরুর অভিজ্ঞতা দিয়েছিল এবং তিনটি বিষ্ময়কর কারণে আমি লেইটনের ২০২১/২২ মৌসুমের জার্সির স্পন্সর করছি। ’
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধরতদের ধন্যবাদ জ্ঞাপনেরও একটি কারণ কেনের স্পন্সর হওয়া। চুক্তি অনুসারে ক্লাবটির ঘরোয়া জার্সির সামনের দিকে করোনা নিয়ে ফ্রন্টলাইন যোদ্ধাদের ধন্যবাদ দেওয়ার বার্তা থাকবে। লেখা থাকবে ‘ধন্যবাদ’।
বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, মে ১৫, ২০২০
ইউবি